স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : শুক্রবার ধর্মনগর নয়াপাড়া কালীবাড়ির দুর্গা পূজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিতা কেটে উদ্বোধন করার পর প্রতিমা দর্শন এবং পূজার্চনা করেন তিনি। গরিবদের হাতে তুলে দেন নতুন বস্ত্র। তারপর মুখ্যমন্ত্রী চলে যান ধর্মনগরের ঐতিহ্যবাহী দুর্গাপূজা টাউন কালী বাড়ির দুর্গোৎসবে। সেখানো ফিতা কেটে উদ্বোধন করেন দুর্গাপূজার।
এবং উপস্থিত জনগণের সাথে ভাব বিনিময় করেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে ত্রিপুরা এগিয়ে চলেছে। টাউন কালিবাড়ি র অনুষ্ঠান সম্পন্ন করে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়িতে খানিক সময় কাটানোর পর ধর্মনগরের রামকৃষ্ণ সেবা সমিতির দুর্গোৎসব প্রদক্ষিণ করে দেওয়ানপাশার একটি ক্লাবের পূজা উদ্বোধন করেন। এরপর কৈলাশহরের উদ্দেশ্যে চলে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ, ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, জেলা শাসক নাগেশ কুমার বি , উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্যরা।