Friday, December 1, 2023
বাড়িরাজ্যআজ মহাসপ্তমী

আজ মহাসপ্তমী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : আজ মহাসপ্তমী। ঐতিহ্য প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে এবছরও হচ্ছে দেবী দুর্গার আরাধনা। সরকারি ভাবেই হয়ে থাকে দুর্গা বাড়িতে দুর্গা পূজা।  শনিবার মহা সপ্তমীতে রিটি মেনেই হয় পূজা সকাল থেকেই।

রাজধানীর বিভিন্ন জায়গার ভক্তরা ভিড় জমান মন্দিরে। নেন অঞ্জলি। রাজন্য আমল থেকেই চলে আসছে দুর্গা বাড়িতে শরত কালের দুর্গা পূজা।প্রতি বছর মাহ সমারোহে নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়ে থাকে এই পূজা। দেবী দুর্গার দশ হাত হলেও দুর্গা বাড়িতে দুই হাতের দুর্গার পূজা হয়ে থাকে।প্রতিদিন প্রচুর ভক্ত ভিড় করেন মন্দিরে।

কথিত আছে  মহারাজ কৃষ্ণ কিশোর মাণিক্যের স্ত্রী মহারানী  সুলোকখোনা দেবী আরতির সময় দশ-বাহু দুর্গা প্রতিমা দেখে ভয় পেয়েছিলেন এবং অজ্ঞান হয়ে গিয়েছিলেন।এর পর থেকেই দুই হাতের পূজা হয়ে আসছে। আগরতলার দুর্গাবাড়ির মূর্তিটির মাত্র দুটি দৃশ্যমান হাত রয়েছে এবং বাকিগুলি পিছনে লুকিয়ে আছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য