স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : চাহিদা মতো দূর্গাপুজোর চাঁদা দিতে রাজি না হওয়ায় কমলপুর দূর্গা চৌমুহনি বাজারে অবস্থিত এক কাপড় ব্যবসায়ীকে মারধর করে। এবং দোকানের কাপড় চোপড় রাস্তায় ফেলে দেয় জিতেন দাস নাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। ঘটনা শুক্রবার সকাল এগারোটার নাগাদ।
কাপড় দোকানের মালিক হরকুমার দাসের দোকানে এসে জিতেন সহ আরও কয়েকজন পুজোর চাঁদা চায় ২০০০ টাকা। তিনি বলেন ১৫০০ টাকা দিতে পারবে। তখন জিতেন দাস বলে জোর করেই নাকি ২০০০ টাকা নিয়ে যাবে।
হরকুমার দাস প্রতিবাদ করলে মারধর শুরু করে। এবং দোকানের কাপড়-চোপড় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় রাস্তায়। পরবর্তী সময় অভিযুক্ত জিতেনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান দোকানের মালিক হর কুমার দাস। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে কিনা। মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যারা চাঁদা নিয়ে জুলুমবাজি করবে তাদের বিরুদ্ধে যাতে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। কারণ বর্তমান সরকার সেই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। চাঁদা নিয়ে জুলুম বাজির সংস্কৃতি আগে চলত। বর্তমানে চাঁদা নিয়ে জুলুমবাজি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।