Monday, February 17, 2025
বাড়িরাজ্যদেশ স্বাধীন হওয়ার পর সবচাইতে জনবিরোধী প্রতিক্রিয়াশীল সরকার দেশে ক্ষমতায় আছে :...

দেশ স্বাধীন হওয়ার পর সবচাইতে জনবিরোধী প্রতিক্রিয়াশীল সরকার দেশে ক্ষমতায় আছে : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার উপর প্রচন্ডভাবে আক্রমণ নামিয়ে এনেছে সরকার। যেমন বর্তমানে ৯০ থেকে ৯৫ ভাগ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং ওয়েব মিডিয়া পরিচালনা করছেন বড় অংশের কর্পোরেটর এবং একচেটিয়া পুঁজিপতিরা। কিন্তু তার ঊর্দ্ধে উঠতে যারা সরকারের কার্যকলাপ জনগনের কাছে তুলে ধরছে তাদের উপরে আক্রমণ নামে আনা হচ্ছে।

 এবং কণ্ঠরোধ করার চেষ্টা করছে। রবিবার আগরতলা টাউন হলে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের ১৬ তম সম্মেলনে বক্তব্য রেখে এই কথা বললেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর সবচাইতে জনবিরোধী প্রতিক্রিয়াশীল একটা সরকার দেশে বর্তমানে ক্ষমতায় আছে। এ সরকার গোটা দেশে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। এ সরকারকে পেছন থেকে সহযোগিতা করছে আরএসএস।

এবং তারা দেশের মানুষের স্বার্থে কোন কাজ না করে বিশাল পুঁজিপতিদের মুনাফা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। যার ফলে এই সরকারের আমলে কৃষকরা ফসল উৎপাদন করতে পারছে না, শ্রমিকরা ছাটাই হচ্ছে, কর্মসংস্থানের চরম অভাব সৃষ্টি হয়েছে। অনাহারে মানুষের মৃত্যু হচ্ছে। ব্যতিক্রম নয় রাজ্য। রাজ্য একই অবস্থা চলছে। এগুলি নিয়ে প্রতিবাদ করলে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেন মানিক সরকার। এদিন তিনি বলেন গণতন্ত্রের উপর আক্রমণ ঠিক নয়। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে লড়াই, সংগ্রাম ছাড়া আর বিকল্প কোন হাতিয়ার নেই। এই হাতিয়ারের উপর ভর করে দেশ থেকে এ সরকারকে উৎখাত করার ডাক দিলেন মানিক সরকার। আয়োজিত এদিনের সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন রমেন্দ্র দেবনাথ, অভিজিৎ ঘোষ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য