স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : রবিবার রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত। আয়োজন করা। গত ৩ অক্টোবর থেকে শুরু হয়। ত্রিপুরা আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচি দত্ত পুরকায়স্থ জানান, বিশেষ লোক আদালতে ২২ হাজার ৮৮৯ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়।
এর মধ্যে মোটর ভ্যাহিকেল অ্যাক্টে ১১ হাজার ৬৪৫ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৮৩ টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা ৩৪ টি , মীমাংসাযোগ্য ফৌজদারি ধারায় ৩১৫ টি মামলা সহ বিভিন্ন মামলা উঠে বিশেষ লোক আদালতে। ১৫ টি স্থানে মোট ৩৩ টি বেঞ্চে এই লোক আদালত অনুষ্ঠিত হয়। এই লোক আদালতকে কেন্দ্র করে ভাল সাড়া মিলেছে। প্রচুর মামলা নিষ্পত্তি ঘটছে। তবে ধলাই জেলায় ভারী বর্ষণের কারনে কিছুটা সমস্যা হচ্ছে।