স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : বিজেপি সরকারের আমলে পিছিয়ে পড়া অংশের মানুষের অধিকার খর্ব হচ্ছে। শিক্ষা, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে এই দলিত অংশের মানুষ। তাই আগামী ২৩ নভেম্বর আগরতলা শহরে রাজ্যভিত্তিক ১৭ দফা দাবিতে এক কনভেনশনের আয়োজন করা হয়েছে। তারপর আগামী ৪ ডিসেম্বর পার্লামেন্ট অভিযান করা হবে।
রবিবার দলিতদের সাংবিধানিক অধিকার রক্ষা ও সামাজিক ন্যায় আন্দোলনকে শক্তিশালী করতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি, ত্রিপুরা চর্ম শিল্পী সমিতি এবং ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির আয়োজিত যৌথ কনভেনশনে এ কথা বলেন সংগঠনের নেতা সুধন দাস। তিনি বলেন দেশের মানুষ চাইছে সংবিধান রক্ষা করার জন্য। কিন্তু এই সরকারের আমলে দলিত অংশের মানুষের বঞ্চনা দিন দিন বাড়ছে।
শিক্ষা, অর্থনীতির সহ সমস্ত ক্ষেত্রে তপশিলি অংশের মানুষের সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে এই সরকার। কারণ কেন্দ্রীয় বাজেটে তাদের জন্য বরাদ্দ কমে গেছে। তাই এ পরিস্থিতিতে তাদের অধিকার আদায়ের জন্য একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরো বলেন তপশিলি অংশের মানুষের সুরক্ষার জন্য যে আইন রয়েছে সে আইন পর্যন্ত বন্ধ করে দিতে চাইছে এই সরকার। এর বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় নেই বলে জানান তিনি। মেলার মাঠ স্থিত কৃষক সভার হলঘরে আয়োজিত কর্মসূচিতে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।