স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : গরু চোর অপবাদ দিয়ে এক যুবককে গণপিটুনির অভিযোগ। ঘটনা গর্জি বালিপাড়া এলাকায়। আহত যুবকের মা জানান একটি ষাঁড় দীর্ঘ দিন ধরে তাদের বাড়িতে ছিল। এই ষাঁড়টিকে বালিপারা দিয়ে আসার জন্য ছেলেকে জানায় পরিবারের সদস্যরা।
সেই মোতাবেক ষাঁড়টিকে নিয়ে গেলে রাধা কিশোরপুর থানাধীন বালিপাড়ায় এলাকায় যুবককে গরু চোর সন্দেহে মারধোর করে বলে অভিযোগ। আহত যুবককে উদ্ধার করে পরিবারের সদস্যরা উদয়পুর টেপানিয়া স্থিত জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় জিবিতে স্থানান্তর করা হয়। বর্তমানে জিবিতে চিকিৎসাধীন আহত যুবক সুব্রত নমঃ।