স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : সীমান্তে কাঁটাতারের বেড়া হওয়ার আগে বাংলাদেশ থেকেও চোর-ডাকাত দল ত্রিপুরায় এসে অপারধ সংঘটিত করতো। প্রায় ১৫ বছর ধরে তা এক প্রকার বন্ধি ছিল। কিন্তু মাস দুয়েক ধরে ফের চুরি ডাকাতির ঘটনা ঘটছে বলে অভিযোগ।শনিবার রাতেও ফের আগ্নেয়াস্ত্র নিয়ে মানিক্যনগরে এক বাড়িতে ডাকাত দল হানা দেয়। ঘটনাটি ঘটে কলমচৌড়া থানাধীন মানিক্যনগর পূর্বপাড়া
৬ নং ওয়ার্ড এলাকায়।রাত আনুমানিক একটা নাগাদ পূর্বপাড়ার বাসিন্দা আব্দুল আলীমের বাড়িতে ডাকাত দল আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় বলে অভিযোগ। কয়েকজনের মুখ বাধা ছিল।আব্দুল আলিমের ছেলের ঘরে প্রথমে ঢুকে তাঁর হাত-পা বেঁধে ফেলে। এর পর ছেলেকে দিয়ে বাবা- মার ঘরের দরজা খোলায় ডাকাত দল। অভিযোগ বাড়ির মালিকেরর হাত- পা বেঁধে পাঁচ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় আড়াই লক্ষ টাকা, দামি মোবাইল, কাপড় নিয়ে গাড়ি করে চম্পট দেয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। এদিকে ঘটনা রবিবার সকালে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। এলাকার লোকজন সহ গ্রাম প্রধান ছুটে আসেন আব্দুল আলিমের বাড়িতে। তিনি জানান, দুই মাস আগেও এক বাড়িতে এভাবে ডাকাতি হয়েছিল। তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান আগামী দিনে যাতে এ ধরণের ঘটনা না ঘটে পদক্ষেপ যাতে পুলিশ নেয়। এদিকে ভোর রাতের পর সকালেও আব্দুল আলিমের বাড়িতে আসেন পুলিস। মামলা নিয়ে তদন্ত করছে।অস্ত্রশস্ত নিয়ে রাতের আঁধারে এভাবে ডাকাতি সংঘটিত হওয়ায় স্বাভাবিক ভাবেই পুলিশি টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন।