স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : শুক্রবার রামনগর সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ ব্যাংকের কর্মকর্তারা। আয়োজিত রক্তদান শিবিরে মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রেখে বলেন, মানুষের জীবন বাঁচানো মনুষ্যত্বের একটি বড় দিক রক্তদান। তাই যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পায়, তা সুনিশ্চিত করতে রক্তদানে সচেতনতা বাড়াতে হবে।
মন্ত্রী আরো বলেন, কোনো মানুষের বিপদে তাঁর পাশে দাঁড়ানো ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন আদর্শ মানুষের পরিচয়৷ প্রতি মুহূর্তে একবিন্দু রক্তের জন্য জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয় বলে জানান তিনি। ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের প্রয়োজনীয় চাহিদা মেটানো সকলের দায়িত্ব এবং নৈতিক কর্তব্যর মধ্যে পড়ে। মানবিক কার্যকলাপে অনুপ্রেরণা, উৎসাহ এবং উদ্যোগী হওয়া আমাদের মূল লক্ষ্য হতে হবে। এর ফলে আগামী দিনে মানুষের রক্তের জন্য দূর্ভোগ অনেক কম করা যাবে। স্বেচ্ছায় রক্তদান করার মধ্য দিয়ে অনেক মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাবে বলে জানান৷ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি। ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়। এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য। তাই রক্তদানে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।