স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : শুক্রবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব রাঠোর সন্দীপ রেয়াজি, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা এইচ.পি শর্মা, এ.জি.এম.সি-র প্রিন্সিপাল অনুপ কুমার সাহা। জিবি হাসপাতালের এম.এস শঙ্কর চক্রবর্তী, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডাইরেক্টর দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা।
এইদিন এ.জি.এম.সি এবং জিবিপি হাপাতালের প্রবীণ চিকিৎসক এবং হাসপাতালের প্রবীণ রোগীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব রাঠোর সন্দীপ রেয়াজি বলেন বিশ্ব প্রবীণ দিবস একটা গুরুত্বপূর্ণ দিন। হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা প্রবীণ নাগরিকদের প্রতি বিশেষ নজর রাখার জন্য আহ্বান জানান তিনি। শুধুমাত্র বিভাগ সৃষ্টি করে শূন্য পদ পূরণ করলে হবে না। আন্তরিক ভাবে জনগণকে পরিষেবা প্রদান করতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা ও উৎসাহ একটা বড় বিষয়। এইটা টাকা দিয়ে ক্রয় করা যায় না বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন রোগীরা হাসপাতালে আসার পর যদি অনুভব করে যে তারা নিজ বাড়িতে বসে পরিষেবা পাচ্ছে, তাহলে ভারত সরকারের লক্ষ্য বাস্তবায়িত হবে।