স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : মানুষ বাঁচলেই দেশ বাঁচবে। তাই বামপন্থীরা লড়াই করছে মানুষের জন্য। শুক্রবার রাবার শ্রমিকদের দশ দফা দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি টি.এফ.ডি.পি.সি -র ম্যানেজিং ডিরেক্টরের নিকট এক ডেপুটেশন প্রদান করে। রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ছাঁটাই শ্রমিকদের কাজে পুনর্বহাল, রাবার শ্রমিকদের থেকে সরকারি চাকুরিতে নিয়োগ করার জন্য দাবি জানান ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি। টি এফ ডি পি সি -র অধীনে থাকা বিভিন্ন রাবার বাগান বেআইনি ভাবে দখল করা হয়েছে।
এই ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে দাবিগুলি বিবেচনা করে পূরণ করার জন্য বলেন ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি। সিআইটিইউ রাজ্য কমিটির রাজ্য সভাপতি মানিক দে বক্তব্য দেখে বলেন, বিজেপি তার ঘনিষ্ঠদের সুযোগ করে দেওয়ার জন্য বন আইন পাস করেছে। যাতে বিজেপি -র গনিষ্ঠরা সবকিছু আত্মসাৎ করতে পারে। এ সরকারের লক্ষ্য একটাই গরীব মানুষকে উচ্ছেদ করে বিজেপি ঘনিষ্ঠদের হাতে দেশকে তুলে দেওয়ার। আর এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে শ্রমিকরা ময়দানে রয়েছে। তারপরও শ্রমিকদের পাশাপাশি কৃষকদেরও মাঠে নামতে হবে বলে অভিমত ব্যক্ত করে মানিক দে। তিনি আরো বলেন দেশে এই বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছে। মানুষ এই সরকার থেকে নিস্তার চাইছে। কারণ শ্রমিকদের মজুরি কমিয়ে দিয়েছে সরকার, আর বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। রেশন শপের মাধ্যমে যেসব সামগ্রী মানুষকে প্রদান করার কথা তা মিলছে না। যার ফলে মানুষ এখন অনাহারে ভুগছে। তাই মানুষ এখন আন্দোলনের নামার সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান তিনি। আয়োজিত এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন সিআইটিইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনিও সরকারের সমালোচনা করে বলেন দিন দিন রাবারের মূল্য কমছে। সরকারি এদিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।