Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যঅভিযুক্তের তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

অভিযুক্তের তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : পানীয় জল নিয়ে সমস্যার চির ধরে এক নাবালককে মাথায় তুলে আছাড় দেওয়ার অভিযোগে কানাই দেবনাথ নামের অভিযুক্ত এক ব্যক্তিকে বুধবার তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ আদালত। জানা যায়, ২০২০ সালের ২৭ জুন মেলাঘর থানার অন্তর্গত কুমারিয়া কোচা গ্রামের বাসিন্দা মনিকা শর্মার নাবালক ছেলে দেবব্রত শর্মা বেলা বারোটা নাগাদ বাড়ির সামনে সাপ্লাই পয়েন্টে পানীয় জল সরবরাহের লক্ষ্যে যায়।

সেই সময়ে অভিযুক্ত ব্যক্তি কানাই দেবনাথ সেই নাবালক ছেলে দেবব্রত শর্মাকে মাথায় তুলে রাস্তায় আছাড় মারে। এতে করে দেবব্রত শর্মার কাঁধের হাড় ভেঙে যায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দেবব্রত শর্মাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বৈরাগী বাজার স্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয় আগরতলার জিবি হাসপাতালে। সেখানে দীর্ঘদিন দেবব্রতের চিকিৎসা চলে।

কিন্তু কোন ধরনের সাহায্যের জন্য এগিয়ে আসেনি কানাই দেবনাথ এবং তার পরিবারের লোকজনেরা। যার কারনে পরবর্তী সময়ে ২২ জুলাই আদালতে মামলা দায়ের করেছিল নাবালক ছেলে দেবব্রত শর্মার মা মণিকা শর্মা। দীর্ঘ সওয়াল জবাবের পর সিপাহী জলা জেলার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার নিষ্পত্তি ঘটে। সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি শুভ্রদীপ সাহা অভিযুক্ত ব্যক্তি কানাই দেবনাথকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেন আইনজীবী চঞ্চল রায় চৌধুরী। স্বাভাবিকভাবেই অভিযুক্ত ব্যক্তির শাস্তি পাওয়ায় সন্তানের জন্য মায়ের মমতার জয় হল। জয় হল সন্তানের জন্য মায়ের ব্যকুলতার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য