স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করে প্রধান মন্ত্রীর স্বপ্ন পূরণ করাই হল লক্ষ্য। পশ্চিম জিলা পরিষদের সাধারণ সভায় একথা বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতি তিন মাস পর পর সাধারণ সভা হয়। বুধবার পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে হয় বৈঠক।
এতে অংশ নেন জিলা পরিষদের সদস্য-সদস্যা, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সন, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও পশ্চিম জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, ভারপ্রাপ্ত জিলা সভাধিপতি হরি দুলাল আচার্য সহ অন্যরা। বিগত দিনের কাজকর্ম ও আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠক নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে। সেজন্যই এ ধরণের সভা হয়ে থাকে। উন্নয়নের নিরিখে কেন্দ্রীয় সরকারের পুরস্কারও পাচ্ছে বিভিন্ন দপ্তর। তিনি আশা প্রকাশ করেন সামনের দিনেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।