Wednesday, October 30, 2024
বাড়িরাজ্যশহরে প্যাথলজি গুলিতে অভিযান, বেআইনিভাবে ব্যবসা করার অভিযোগ

শহরে প্যাথলজি গুলিতে অভিযান, বেআইনিভাবে ব্যবসা করার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট :  সরকারি গাইডলাইন না মেনে শহরে ব্যাঙের ছাতার মতো খুলে বসে আছে বহু প্যাথলজি। যার মধ্যে একটা বড় অংশের কোন ধরনের রেজিস্ট্রেশন নেই। শনিবার সকালে আগরতলা শহরের বিভিন্ন প্যাথলজিতে অভিযান চালায় অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশন। অভিযানে বের হওয়া প্রতিনিধি দল লক্ষ করেন ব্যাপক অনিয়ম।

 বহু প্যাথলজির নেই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন না করেই দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছে শহরে। এবং আশ্চর্যের বিষয় হলো এদিকে কোন নজর নেই চীফ মেডিকেল অফিসারের। শনিবার ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজি ক্লিনিকস এসোসিয়েশনের পক্ষ থেকে শহরে অভিযান চালানো হয়। এ বিষয়ে সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস জানান, প্রতিনিয়ত অভিযোগ সংবাদমাধ্যমে উঠে আসছে, তাই তারা অভিযানের নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিযানের লক্ষ্য করা গেছে বহু প্যাথলজির কোন রেজিস্ট্রেশন নেই। তারা বেআইনিভাবে ব্যবসা করে চলেছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে চলতি মাসের মধ্যে যেন রেজিস্ট্রেশন করার জন্য। নাহলে সিএমও অফিসে জানানো হবে ব্যবস্থা নেওয়ার জন্য বলে জানান তিনি। তবে ব্যবস্থা কতটা নেওয়া হবে সেটা নিয়ে কেউই কিছু বলতে পারছে না। তবে তিনি এদিন দাবি করেন সরকার এবং স্বাস্থ্য দপ্তর এদিকে পুরোপুরিভাবে সজাগ রয়েছে। কিন্তু প্রশ্ন হল যদি আদতে সজাগ থাকতো, তাহলে কি আগাছার মতো গজিয়ে ওঠা পেথোলজি গুলি বছরের পর বছর ধরে অবৈধভাবে শহরে ব্যবসা করতে পারত? যাইহোক বেআইনিভাবে গজিয়ে ওঠা পেথলজি গুলি বিরুদ্ধে নানা সময়ে অভিযোগ ওঠার পরেও কেন ব্যবস্থা নেওয়া হয় না, সেই বিষয়ে অবগত রয়েছে সাধারণ মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য