Friday, December 1, 2023
বাড়িরাজ্যটি এস এফ -এর ডাকে ২৮ আগস্ট বনধ

টি এস এফ -এর ডাকে ২৮ আগস্ট বনধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট :  ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সুযোগ চেয়ে গত ৫০ বছর ধরে দাবি জানানো হচ্ছে। বর্তমান সরকারের কাছে গত দু মাস আগে একটি দাবি সনদ পেশ করা হয়েছিল। কিন্তু সরকারের কাছ থেকে কোন ধরনের বিবৃতি পাওয়া যায়নি।

 তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৮ আগস্ট হতাইকাতর, চম্পকনগর, হেজামারা, বিশ্রামগঞ্জ এবং মনুঘাটে ১২ ঘন্টার বনধ করার। শনিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই বনধের ঘোষণা দেন টি এস এফ -এর সাধারণ সম্পাদক হাউমনু জমাতিয়া। তিনি আগে জানান এ বনধের আওতার বাইরে থাকবে জরুরী পরিষেবার যানবাহন এবং দোকানপাট। আগামী ২৮ আগস্ট সমস্ত ছাত্র সংগঠনকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য