স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : শুক্রবার স্বদেশী জাগরণ মঞ্চ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাবলম্বন হওয়ার আহ্বান জানিয়ে এক মিছিলের আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সচেতনতা মূলক মিছিল সংঘটিত করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন স্বদেশী জাগরণ মঞ্চের পূর্বোত্তর ক্ষেত্রের প্রমুখ দীপক শর্মা সহ অন্যান্যরা। দীপক শর্মা জানান সমগ্র দেশ জুড়ে স্বাবলম্বী ভারত অভিযান চলছে। মূলত স্বাবলম্বী হওয়ার জন্য যুবকদের সচেতন করার লক্ষ্যে এই অভিযান শুরু করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন আগরতলা শহরে মিছিল সংগঠিত করা হয়েছে। আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নজরুল কলাক্ষেত্রে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক সভা।