স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : বৃহস্পতিবার রাতে নেশা বিরোধী অভিযান চালিয়ে আবারো বড় সাফল্য পেল রাজনগর পি আর বাড়ি থানার পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা যৌথভাবে রাজনগর ব্লকের কমলাপুরের ইন্দিরা নগর গ্ৰামের বাসিন্দা দীপক দাসের বাড়িতে অভিযান চালায়।
এবং দীপক দাসের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। পুলিশের কাছ থেকে জানা যায়, প্রায় সত্তর কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি নেশাকারবারীর সাথে যুক্ত দীপক দাসকে গ্ৰেপ্তার করেছে রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত নেশাকারবারি দীপক দাসের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা রুজু করে। অভিযুক্ত দীপক দাসকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।