Saturday, February 8, 2025
বাড়িরাজ্যবিজ্ঞাপন বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ

বিজ্ঞাপন বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট :  এডিসি -র তথ্য ও সাংস্কৃতি দপ্তরের বিজ্ঞাপন বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে কাউন্সিল ভবনের প্রধান ফটকে রাস্তায় বসে আওয়াজ তুলেন রাজ্যের তিপ্রাসা সাংবাদিকরা। রাস্তায় আটকে পড়েন এডিসি -র তথ্য ও সাংস্কৃতি দপ্তরের সমস্ত কর্মচারী এবং কাউন্সিল ভবনের সকল সরকারি কর্মচারী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান রাধাপুর থানার পুলিশ।

জানা যায়, তিপ্রাসা মিডিয়া চ্যানেল এবং মিডিয়া কর্মীদের সার্বিক উন্নয়নের জন্য ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস অ্যাসোসিয়েশন এবং টিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন যৌথভাবে খুমূলুঙ প্রেস ক্লাব, করবুক প্রেস ক্লাব, আম্পি প্রেস ক্লাব, আমবাসা টিপ্রাসা প্রেস ক্লাব, হেজামারা প্রেস ক্লাব, জাম্পুইজালা প্রেস ক্লাব ও জিরানিয়া প্রেস ক্লাব এবং খোয়াই টিপ্রাসা প্রেস ক্লাবের সকল সদস্যরা মোট ১১ দফা উপস্থাপিত করেন। উপস্থিত ছিলেন খুমূলুঙ প্রেস ক্লাবের সভাপতি অংশুময় দেববর্মা, সম্পাদক রঞ্জিত দেববর্মা, ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস এসোসিয়েশনের সভাপতি গৌতম দেববর্মা, টিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন সভাপতি বিপ্লব কুমার ত্রিপুরা সহ সাতটি প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি এবং সকল সদস্যগণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য