স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট :সোমবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং -এর ১১৭ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং -এর প্রতিকৃতিতে মাল্যদান করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ অন্যান্য নেতৃত্ব।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শচীন্দ্র লাল সিং -এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জনগণের জন্য আজীবন কাজ করে গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি প্রথম সারির হয়ে ভূমিকা পালন করেছে। গোটা বিশ্ব মুখ্যমন্ত্রীর কথা মনে রাখবে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে সেই সময় যারা ত্রিপুরায় এসেছিলেন তাদের পুনর্বাসনের জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শচীন্দ্র লাল সিং। তাই তিনি আজকের দিনেও প্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।