Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবাম উপজাতির ছাত্র সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন

বাম উপজাতির ছাত্র সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে সোমবার বাম উপজাতি ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।

 তিনি বলেন, রাজ্যের বিদ্যালয় গুলিতে চরম শিক্ষক শিক্ষিকার সঙ্কট রয়েছে। কিন্তু রাজ্যে বি.এড এবং ডি.এল.এড উত্তীর্ণ বহু যুবক-যুবতী রয়েছে। রাজ্য সরকার তাদের নিয়োগ না করে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকার পদগুলি শূন্য করে রেখেছে। এতে করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার উপর প্রভাব পড়ছে। পাশাপাশি দাবি করা হয়েছে রাজ্যে যাতে জাতীয় শিক্ষানীতি বাতিল করা হয়। কারণ শিক্ষানীতি ছাত্র স্বার্থ বিরোধী বলে দাবি করেন তিনি। আরো বলেন স্কলার্শিপ নিয়ে প্রতিবছর ছাত্রছাত্রীদের সমস্যা হয়। তাই দাবি করা হয়েছে যাতে স্কলারশিপের সমস্যা সমাধান করে শিক্ষা দপ্তর। মোট পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজি দেববর্মা, বয়ার দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য