স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : সোমবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরে অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ ফটো জার্নালিস্টরা। বৈঠকের পর দপ্তরের অধিকর্তা জানান, ১৫ আগস্ট আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খবর সংগ্রহ করতে যাবেন ফটো জার্নালিস্টরা। ফটো জার্নালিস্টদের যাতে কোন ধরনের সমস্যা না হয়, এবং তারা যাতে মানুষের কাছে সঠিকভাবে খবর টিভি স্ক্রিনে এবং পত্রিকার মাধ্যমে তুলে ধরতে পারে তার জন্য আরক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা হয়। বিশেষ করে প্রতিবারের মতো যাতে অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে মেরে মিত্তি, মেরা দেশ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। এক পাশাপাশি হর ঘর তিরঙ্গা কর্মসূচি ও পালন করা হচ্ছে বলে জানান দপ্তরের অধিকর্তা।