স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডে অল্পতে প্রাণ বাঁচলেন যাত্রীরা। ঘটনা সোমবার উদয়পুর মহকুমার বাগমা শালবাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা কাঁঠালতলী এলাকার বাসিন্দা বিশু সেন সহ তাদের পরিবার-পরিজনরা টিআর ০১ এ জেড ০৩৮০ নম্বরের মারুতি ভ্যান দিয়ে মাতাবাড়িতে যায়।
মাতাবাড়ি থেকে ফেরার পথে বাগমা শালবাগান এলাকায় আসতেই চলন্ত গাড়ির চাকায় অগ্নিসংযোগ ঘটে। পথচারীরা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে গাড়িটি থামানো হয়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। উল্লেখ্য গাড়িটি ছিল সিএনজি পরিচালিত। তাই গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী সহ পথ চলতি অন্যান্যদের মধ্যে। যদিও বড় ধরনের বিপত্তির হাত থেকে বেঁচেছেন গাড়িতে থাকা যাত্রীরা।