স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে নবম জাতীয় হ্যান্ডলুম দিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ করে এই হ্যান্ডলুম দিবস উদযাপন করার কথা বলেছেন। কারণ প্রধানমন্ত্রী চায় গ্রামীন অর্থনীতি মজবুত করতে।
সেদিকে গুরুত্ব দিয়ে আদি সভ্যতাকে ধরে রেখে সংস্কৃতি এবং অর্থনীতির দুটি আগলে রাখার চেষ্টা করছে রাজ্য সরকার বলে জানান পূর্বাশা চেয়ারম্যান বলাই গোস্বামী। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ এলাকার মহিলারা। তারা কিভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে সে বিষয়ে পাঠ দেওয়া হয়। গ্রামীণ এলাকার মহিলারা স্বনির্ভর হলে রাজ্য এগিয়ে যাবে। তাই রাজ্য সরকার হ্যান্ডলুমের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে।