স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : মঙ্গলবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু ত্রিপুরা সরকারের একাধিক জেলাশাসক সহ বিভিন্ন পদাধিকারীদের হাতে তুলে দেন ভূমি সম্মান ও প্লাটিনাম সংস্থাপত্র। রাজ্যের আটটি জেলার মধ্যে সাতটি জেলা এই সম্মানে সম্মানিত হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডানাইজেশন প্রোগ্রাম এর আওতায় ছয়টি ক্যাটাগরিতে অনন্য সাফল্যের জন্য এই সাতটি জেলাকে সম্মানিত করা হয়েছে ভূমি সম্মান ও প্ল্যাটিয়াম শংসাপত্র দিয়ে।
বৃহস্পতিবার পশ্চিম জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তুলে ধরেন। সম্প্রতি চাকরিতে নিয়োগ নিয়ে ভুয়া পি.আর.টি.সি -র জমা পড়ার অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে কড়া বার্তা দিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। তিনি বলেন, চাকরি ক্ষেত্রে ভুয়া পি.আর.টি.সি অভিযোগ পাওয়ার পর সাথে সাথে খতিয়ে দেখা হচ্ছে। আর যদি এ ধরনের ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে খতিয়ে দেখা হবে। যারা এ ঘটনার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানান জেলা শাসক।