Friday, September 20, 2024
বাড়িরাজ্যডেপুটেশনের নাম করে ব্লকে তাণ্ডব তিপ্রা মথার, উত্তেজিত হয়ে উঠে ব্লক চত্বর

ডেপুটেশনের নাম করে ব্লকে তাণ্ডব তিপ্রা মথার, উত্তেজিত হয়ে উঠে ব্লক চত্বর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : বৃহস্পতিবার নয় দফা দাবির ভিত্তিতে তিপ্রা মথার ডেপুটেশন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হেজামারা ব্লক চত্বর। চলে সরকারি সম্পত্তি ভাঙচুর। মথা আশ্রীত উশৃঙ্খল যুবকদের কারণে পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠে বলে অভিযোগ। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এদিন তিপ্রা মথার সিমনা ব্লক কমিটির পক্ষ থেকে বিধায়ক বৃষকেতু দেববর্মার নেতৃত্বে এক মিছিল সংঘটিত হয়ে ডেপুটেশন প্রদান করতে যায় ব্লকে।

 ব্লকের গেট দিয়ে প্রবেশ করার আগে থেকেই শুরু হয় কর্মীদের উচ্ছৃঙ্খলতা। সরকারি সম্পত্তির উপর কিল, ঘুষি, লাথি সবকিছুই চলে মথার যুব-কর্মীদের। সাথে সাথে পুলিশ ব্লকের মূল ফটক বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করা হয়, কিন্তু পরিস্থিতি কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত করে তুলে ডেপুটেশনের নামে আসা মথা কর্মীরা। তাদের অভিযোগ রেগা কাজ সঠিকভাবে মিলছে না। এবং ২২৬ টাকা মজুরি হলেও ১২৮ টাকা দিয়ে বাকি টাকা দেওয়া হচ্ছে না শ্রমিকদের। ফিফটিন ফাইনান্স কমিশনের অর্থ রাশি এবং ভিলেজ ডেভেলপমেন্টের টাকা কেন্দ্র থেকে টাকা আসলেও সেই টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে গত আড়াই বছর ধরে করোনার অজুহাত দেখিয়ে ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত করা হচ্ছে না। তাদের বক্তব্য এডিসিতে করোনা না থাকার পরেও ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত করা হচ্ছে না।

এ বিষয় নিয়ে একপ্রকার চক্রান্ত চলছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি বি এস সি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা। বি এস সি চেয়ারম্যান লুটপাট করছে বলে তাদের অভিযোগ। এলাকার বিধায়ককে বি এস সি চেয়ারম্যান করার জন্য দাবি জানান। সর্বমোট ৯ দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেন বিডিও এল ডারলং -এর কাছে। দাবি পূরণ না হলে আগামী দিন সিমনা বিধানসভা এলাকার সমস্ত রাস্তা অবরোধ এবং ভিলেজ কমিটি অফিসে তালা দেওয়া হবে বলে জানান মথার নেতৃত্ব। পরে তিপ্রামথা পার্টি সিমনা ডিভিশনাল কমিটির সভাপতি নির্মল দেবর্বমার নেতৃত্বে সাতজনের একটি প্রতিনিধি দল ব্লকের ভিতর প্রবেশ করে বিডিও ওবেদ এল ডার্লং এর সাথে সাক্ষাত করে  তাদের দাবী সনদটি তুলে দেন। টিটিএএডিসি কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেবর্বমা জানান বিভিন্ন দাবির মধ্যে মূল দাবীগুলো হল অতিদ্রুত ভিলেজ কমিটির নির্বাচন করা, রেগার মজুরি বৃদ্ধি করা এবং কাজ শেষে সঠিক সময়ের মধ্যে শ্রমিকদের মজুরি প্রদান করা, রেশনিং ব্যাবস্থা ঠিক রাখা। তিনি হুশিয়ারি দেন দাবী অতিদ্রুত মানা না হলে হেজামারা ব্লক এলাকাতে হবে ভয়ংকর আন্দোলন। এম ডি সি-র বক্তব্যের মধ্যে ফের পাহাড়ে অশান্তির জ্বাল বোনার গন্ধ মিলেছে। মুকুট হীন রাজা বিহীন তিপ্রা মথা দল । আর তার দলের কর্মীদের এই উশৃঙ্খলতা এদিন ফের দেখল সীমনাবাসী। কর্মীদের উপর হ্রাস টানতে নেতৃত্ব যে একপ্রকার ব্যর্থ হলেন তাও স্পষ্ট হয়ে গেল। সরকারী সম্পত্তি ভাংচুর এবং সরকারী অফিসে উত্তেজনাকর পরিস্থিতির জেরে এদিন ব্লকের অন্যান্য পরিষেবা দারুন ভাবে ব্যহত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য