স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছ প্রশাসন চলছে। সরকারের সঠিক চিন্তা ভাবনার কারনে সমস্ত প্রকল্প বাস্তবায়ন ঘটানো হচ্ছে। বৃহস্পতিবার ও বি সি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প ও সাফল্যের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী শান্তনা চাকমা এই কথা বলেন। মহাকরণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মন্ত্রী ও বি সি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে অবগত করে জানান এখনো অনেকেই এই প্রকল্প গুলির সুবিধা নিচ্ছে না। আবার অনেকে সঠিক ভাবে জানেন না। ও বি সি ভুক্ত প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া ছাত্র ছাত্রীদের অভিভাবকের আয়ের নিরিখে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এই প্রকল্পের মাধ্যমে ৩৯৫০ জন ছাত্র ছাত্রীকে প্রিমেট্রিক স্কলারশীপ প্রদান করা হচ্ছে। পোস্ট মেট্রিক স্কলারশীপের মাধ্যমে সহায়তা করা হচ্ছে ৭৫৪০ জনকে। সঠিক ভাবে যারা পোর্টালের মাধ্যমে আবেদন করছে তাদের এই সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান মন্ত্রী। ওবিসি ভুক্ত ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক ও দ্বাদশে শ্রেষ্ঠ হয়েছে তাদের ডাঃ বি আর আম্বেদকর গোল্ড মেরিট এওয়ার্ড প্রদান করা হচ্ছে। এই বছর ও বি সি-র মধ্যে ২৬ জন মাধ্যমিক ও দ্বাদশে টপ করেছে। প্রত্যেককে ২৫ হাজার টাকা ও গোল্ড মেডেল দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। সবকা সাথ সবকাশের মন্ত্রকে সামনে রেখে রাজ্যসরকার চায় রাজ্যের সমস্ত অংশের মানুষ এগিয়ে যাক। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। ও বি সি উন্নয়নেও সরকার কাজ করছে। আত্মনির্ভর প্রকল্পের মাধ্যমে ২৬৫ জনকে চিহ্নিত করা হয়েছে। যাদের আর্থিক দিক থেকে দপ্তর থেকে সহায়তা করা হবে স্বনির্ভর হতে বলে জানান তিনি।