স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : রবিবার রাতে চড়িলাম থেকে নিমন্ত্রণ খেয়ে উদয়পুর ফেরার পথে বিশ্রামগঞ্জ পাথালিয়াঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়ল প্রধানের গাড়ি। দুষ্কৃতীদের ঢিলে গাড়ির কাচ ভেঙ্গে যায়। সেই সময় আতঙ্কগ্রস্ত গাড়ি চালক সহ যাত্রীরা দ্রুত ঘটনাস্থল থেকে ছুটে আসেন বাগমা পুলিশ ফাঁড়িতে। গাড়িতে ছিলেন শাসক দলের দক্ষিণ মাতাবাড়ি পঞ্চায়েতের প্রধান মন্টু দাস।
পরবর্তী সময় তারা আতঙ্কিত হয়ে বাগমা থানায় আশ্রয় নেন। উল্লেখ্য বিগত কয়েক বছর পূর্বে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটতো। তারপর পুলিশ প্রশাসনের তৎপরতায় তা বন্ধ হলেও, পুনরায় আবার শুরু হয়েছে এ ধরনের ঘটনা। বিশালগড় এবং চড়িলামে রাতের বেলায় এ ধরনের বেশ কয়েকটি ঘটনার অভিযোগ উঠেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে জীবন হানি ঘটার সম্ভাবনাও রয়েছে। পথচারীরা আতঙ্কে ভুগছে। এর পেছনে অন্যতম রহস্য কাজ করছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। না হলে এভাবে মানুষের উপর প্রতিনিয়ত আক্রমণের ঘটনা সংঘটিত হতে পারেনা।