স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সোমবার আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, ত্রিপুরা সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এইদিনের অনুষ্ঠানে সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস বলেন আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যব্যাপী যারা আর্ট বা শিল্প কলার উপর নির্ভর করে ছাত্র-ছাত্রীদের জ্ঞান বিকাশের জন্য কাজ করে তাদেরকে উৎসাহিত করা। তিনি আরও বলেন পড়া লেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অন্যান্য বিষয়ে দক্ষতা অর্জন করলে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ ঘটে। তাহলে দেশ এবং রাজ্য এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী।