স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : সোমবার থেকে শুরু হয়েছে জাতি জনজাতির ঐতিহ্যবাহী খার্চি পূজা। এই ঐতিহ্যবাহী উৎসব চলবে সাত দিনব্যাপী। এদিন সকালবেলায় চতুর্দশ দেবতার মন্দিরে গিয়ে পুজো দিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন।
তিনি পুজো দিয়ে রাজ্যবাসী মঙ্গল কামনা করেন। পরে মন্দির প্রাঙ্গনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পূণ্যার্থীদের সঙ্গে কথা বলেন প্রদ্যোত। এবং খার্চি পূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি ভক্তদের সাথে হাত মিলিয়ে সেলফি তুললেন তিনি। এদিন প্রদ্যোত কিশোর দেববর্মণের সাথে ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, এম.ডি.সি রোনাল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।