স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : তিপ্রা মথার দলীয় কার্যালয়ে নাশকতামূলক অগ্নিকাণ্ডের অভিযোগ। ঘটনা রবিবার গভীর রাতে মান্দাই বিধানসভার খামতিংবাড়ি ভিলেজের এক কার্যালয়ে। অভিযোগ দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে গেছে। পরবর্তী সময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন বিস্তার লাভ না করা ক্ষয়ক্ষতি তেমন হয়নি। মথার কিছু প্রচারসজ্জা নষ্ট হয়েছে। এবং আগুনে নষ্ট হয়েছে দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল সহ অন্যান্য সামগ্রী। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলের কর্মীরা এই ঘটনার তদন্তের দাবি করে এদিন।