স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণকে সুবিধা প্রদান করে চলেছে। তাই বিভিন্ন সুবিধা পেয়ে খুশি মানুষ। জন সম্পর্কে বের হয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মোদি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে ‘সম্পর্ক থেকে সমর্থন’ কর্মসূচীতে সাংসদরা নিজ লোকসভার প্রতিটি বিধানসভা কেন্দ্রে যাচ্ছেন প্রধানমন্ত্রীর নির্দেশে।
রাজ্যের পশ্চিম লোকসভার আসনের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সোমবার তিনি দলীয় কার্যকর্তাদের নিয়ে আগরতলা বিধানসভা কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ডের সুবিধাভোগী ও বিশিষ্ট ব্যাক্তিত্বদের বাড়িতে যান। কথা বলেন লোকজনের সঙ্গে। ৯ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেন।পাশাপাশি জিবি বাজারের ব্যবসায়ীদের সঙ্গেও বার্তালাপ করেন তিনি।