স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লিতে রাবার চাষ সংক্রান্ত বিষয়ে সরকারকে সহানুভূতিশীল হতে দাবি জানিয়ে একটি সমাবেশ হবে। সমাবেশের পর রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন প্রদান করা হবে। ত্রিপুরা রাজ্য থেকে এক প্রতিনিধি দল এই ডেপুটেশনে অংশ নেবে। দাবি জানানো হবে রাবার মূল্য তিন শতাধিক টাকা করার জন্য।
সোমবার সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন সংগঠনের সম্পাদক পবিত্র কর। তিনি আরো বলেন, রাজ্যের নির্বাচন সন্ত্রাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাবার চাষী, মৎস্য চাষী এবং সবজি চাষীদের। তাদের ফসল এতটাই নষ্ট করে দিয়েছে যে তাদের পুনরায় ঘুরে দাঁড়ানো অসাধ্যকর হয়ে পড়েছে। এ বিষয়ে কৃষি দপ্তরের আধিকারিক এবং জেলা শাসকদের কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানানো হয়েছে। কিন্তু কোন ধরনের সহযোগিতা মিলছে না কৃষকদের। তাই আগামী দিনে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতা রতন দাস বলেন, সব দিক থেকে ব্যর্থ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। এর বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনের করা হবে। আন্দোলনের অঙ্গ হিসেবে আগামী জুলাই মাসে রাজ্যপালের উদ্দেশ্যে রাজভবন অভিযান করা হবে বলে জানান শ্রী দাস।