স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : স্পন্দন সামাজিক সংস্থার পক্ষ থেকে নেশার বিরুদ্ধে একটি প্রচার গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হয় সোমবার। এর উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। ছিলেন পুর নিগমের মেয়ের দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ প্রশাসনিক আধিকারিক ও সংস্থার কর্মকর্তারা।
উদ্বোধনের আগে নেশা যে ভাবে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এর উপর ভিত্তি করে একটি নাটকের আয়োজন করা হয়। শেষে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে রাজ পথে একটি মিছিলের আয়োজন করা হয়। সমস্ত অনুষ্ঠানটির সূচনা হয় উমাকান্ত একাডেমির মাঠ থেকে। মন্ত্রী টিংকু রায় জানিয়েছেন আন্তর্জাতিক নেশা বিরোধী দিবস উদযাপন উপলক্ষেই এদিনকার এই অনুষ্ঠানের আয়োজন। তিনি আরো বলেন এভাবে একদিন কর্মসূচির মধ্য দিয়ে নেশা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। নেশা থেকে বেরিয়ে আসতে হলে প্রত্যেক পরিবারের সদস্যদের এর অন্তর্ভুক্ত হতে হবে।