স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : সুরমা বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে ধস নামা ভারতীয় জনতা পার্টি। ১৬৪ ভোটার বিভিন্ন দল ছেড়ে পদ্মশিবিরে যোগ দেন। সোমবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের নাগবংশী বাজারে হয় যোগদান সভা।
উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্না দাস ও মন্ডল সভাপতি সন্তোষ দাস, ধলাই জেলার প্রাক্তন সাধারন সম্পাদক পরিতোষ পাল, তপশিলী জাতি মোর্চার সভাপতি প্রহ্লাদ দাস, সুরমা এসসি মোর্চার চেয়ারম্যান অমৃত দাস সহ অন্যান্যরা। এদিন নাগবংশী বাজারে যোগদান সভায় ৪১ পরিবারের ১৬৪ জন ভোটার সিপিএম ও তিপ্রা মথা দল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন সিপিএম- র প্রাক্তন বিভাগীয় কমিটির সদস্য বিকাশ মালাকার।