স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজণ করে তথ্য ও সংস্কৃতি দপ্তর। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার বলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন চিন্তা ভাবনা দিশা সাহিত্য নিয়ে যারা চর্চা করেন তাদের কাছে একটা উৎসাহ। দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর কবি সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী যাদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে তাদেরকে সম্মান জানানোর উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি তাদের বিষয়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।