স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : বিধানসভা নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ধীরে চলো নীতি উপর বিশ্বাস রেখে চলেছেন উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ২০১৮ সালের পরে এলাকায় বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপের সাথে জড়িত ছিল রামাবলির রং বদলানো নিচু মহল থেকে উপর মহলের কিছু কার্যকর্তা।
যার প্রভাব পড়েছে ভোট ফলাফলে। কম মার্জিনে বৈতরণী পার হয়ে এই ধীরে চলো নীতি উপর আস্থা রেখেছেন এলাকার বিধায়ক। মঙ্গলবার আমতলী বাজার কমিউনিটি হলে ১৮ সূর্যমনি নগর বিধানসভার অন্তর্গত মন্ডলের কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল।
তিনি বলেন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা নির্দিষ্ট ধারায় দলের জন্য কাজ করে থাকেন। সংগঠনকে আগামী দিনে শক্তিশালী করা এবং মজবুতভাবে ধরে রাখার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এবং আগামী দিনে দলের কার্যকর্তাদের কি কি করনীয় রয়েছে সে বিষয়ে অবগত করা হয়েছে এই বৈঠকে বলে জানান রামপ্রসাদ পাল। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্তরের নেতৃত্ব।