স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : সি আই টি ইউ চায় শ্রেণীহীন এবং শোষণমুক্ত সমাজ। এই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পুঁজিবাদ ব্যবস্থার অবসান ঘটতে হবে। কারণ পুঁজিবাদ সমস্যা সৃষ্টি করতে জানে। তাই শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে পুঁজিবাদী ব্যবস্থা থেকে দূরে সরে আসতে হবে। মঙ্গলবার সি আই টি ইউ ৫৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অফিস লেন স্থিত শ্রম দপ্তরের অফিসের সামনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান পুঁজিবাদের বিরুদ্ধে এভাবেই সমালোচনা করলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে।
তিনি বলেন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দ্রব্য মূল্যবৃদ্ধি, শিল্প কারখানা জলের দরে বিক্রি করা এবং কর্মী ছাঁটাই করে দেশের মধ্যে শ্রমিকদের উপর একের পর এক বিপদ নামিয়ে আনছে। এর বিরুদ্ধে শ্রমিকদের রক্ষা করতে যখন আন্দোলন সংগঠিত করা হচ্ছে তখন একতাকে দুর্বল করার চেষ্টা করছে গণতান্ত্রিক আন্দোলনের শত্রু। তারা চাইছে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে। তারা শুধু গণতান্ত্রিক আন্দোলনের শত্রু নয়, তারা দেশের সাম্প্রদায়িক এবং স্বৈরাচারী বলে জানান মানিক দে।
আয়োজিত সভায় সিআইটিইউ -র নেতা অমল চক্রবর্তী বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের শ্রম আইন ভেঙে শ্রম কোড চালু করে শ্রমিকদের উপর বুল ডজার চালানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান অমল চক্রবর্তী।