স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : মঙ্গলবার এন এস আর সি সি -তে ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি -র পক্ষ থেকে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কর্নেল এম এন রাজ মনোহর।
তিনি জানান এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। আগামী দিনে তাদের কিভাবে এগিয়ে যেতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দশ দিনব্যাপী হবে এই প্রশিক্ষণ শিবির। ছাত্র-ছাত্রীরা অত্যন্ত উৎসাহের সাথে প্রশিক্ষণ গ্রহণ করছে বলে জানান কর্নেল এমএন রাজ মনোহর। প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছে।