স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : নির্বাচনের সময় রক্তদান শিবির বন্ধ থাকার ফলে চরম সংকট সৃষ্টি হয়েছিল। তারপর বিষয়টি সামনে উঠে আসতেই রাজ্যের বিভিন্ন সংস্থা এবং সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ গ্রহণ করছে। ব্যতিক্রম হয়নি বুধবার। এদিন ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতি সদর এ.এম.সি. কমিটির উদ্যোগে রাজধানীর হরিগঙ্গা বসাক রোডস্থিত সমিতির কার্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে প্রদীপ প্রজ্জলন করে সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পুর নিগমের মেয়র দিপক মজুমদার বলেন নির্বাচনের সময় এবং দুর্গা পুজার সময় রক্তদান শিবির অনেকটা কম হয়। স্বাভাবিক ভাবে সেই সময় ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সঙ্কট দেখা দেয়। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে একমাত্র রক্তদান শিবির। রক্তদান একটা মহৎ দান। রক্ত দান মানে জীবন দান। রক্ত দানের কোন বিকল্প হয় না। রক্তদানের মধ্যদিয়ে মানবিক ধর্ম পালন করা হয়। এদিন রক্তদান শিবিরটি পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন মেয়র। শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা।.