স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায় সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শকের দারস্থ হলেন শিশু রক্ষণাগরের দায়িত্বে থাকা কর্মীরা। তাদের কাছ থেকে জানা যায়, গত ২০২১-২২ অর্থ বছরের চতুর্থ কোয়াটার ও ২০২২-২৩ অর্থ বছরের প্রথম থেকে চতুর্থ কোয়াটারের শিশু সংরক্ষনাগারের যাবতীয় খরচের বকেয়া টাকা প্রদানের দাবি জানিয়ে বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকারের জেলা পরিদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করে শিশু সংরক্ষনাগারের কর্মীরা।
তাদের বক্তব্য দুই অর্থ বছরের বকেয়া টাকা ১৫ মাস যাবত প্রদান করা হচ্ছে না। এই অবস্থায় তাদের পক্ষে স্কুল গুলি পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। তাদের বক্তব্য স্কুল গুলি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অবস্থায় তারা চরম আর্থিক সঙ্কটের মুখে পড়বেন। এমনিতেই তাদের ২৭০০ টাকা করে প্রদান করা হয়। বেতন বৃদ্ধি করা হয় না। এদিন বেতন বৃদ্ধির দাবী জানান তারা। পশ্চিম জেলায় ১৭০ টি স্কুল ছিল । বর্তমানে তা দাঁড়িয়েছে ১২৫ টিতে। এই ১২৫ টি স্কুলে হেল্পার, ওয়ার্কার মিলিয়ে ২৫০ জন কর্মী রয়েছে। স্কুল গুলিতে শিশুদের সংখ্যা ২৫ জন। তাদের পুষ্টির ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না বকেয়া টাকা না পাওয়ার কারনে। ওয়ার্কার অপু দাস বৈষ্ণব জানান দাবী পুরনে আগামী দিনে উর্ধতন কর্তৃপক্ষের কাছে যাবেন তারা।