Monday, February 10, 2025
বাড়িরাজ্যএক লাফে সংক্রমিত ৪৮

এক লাফে সংক্রমিত ৪৮

আগরতলা। ৪ জানুয়ারি। করোনা সংক্রমণ একলাফে অনেকটা বাড়ল রাজ্যে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ৪৮ জন। যদিও গত ২৪ ঘন্টায় নতুন করে কোন মৃত্যুর খবর নেই রাজ্যে। তবে উদ্বেগজনক ভাবে রাজ্যে সংক্রমণ বাড়ায় আবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পশ্চিম জেলায় নতুন করে সংক্রমিত হয়েছে ৩০ জন, সিপাহীজলা জেলায় ২ জন, খোয়াই ১ জন, গোমতি জেলায় ২ জন, দক্ষিণ জেলায় ৪ জন, ধলাই জেলায় ২ জন, ঊনকোটি জেলায় ২ জন, উত্তর জেলায় ৫ জন। দীর্ঘ সময় সংক্রমণ রাজ্যে নিয়ন্ত্রণে থাকলেও, আবার সংক্রমণ থাবা বেলাগমভাবে বাড়ায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য। ইতিমধ্যে রাজ্যে চলছে রাজনৈতিক জমায়েত। ফলে সংক্রমণের থাবা বাড়ছে বলে আশঙ্কা। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৬৭ শতাংশ। সুস্থ হয় মাত্র ৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১৫৫ জন। কোভিড নির্দেশিকা না মানার কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করছে সচেতন মহল। মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বলেছিলেন ৩১ ডিসেম্বরের পর শুরু হবে কোভিড নির্দেশিকা নিয়ে প্রশাসনিক অভিযান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য