স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মে : শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্র- ছাত্রীদের পথ অবরোধ।জানা যায় কৈলাশহর টিলাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রসায়ন বিষয়ের শিক্ষক বিভাস দত্ত দীর্ঘদিন ধরে এই স্কুলে রয়েছেন। সম্প্রতি টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে কৈলাসহর শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বদলি করা হয় বিভাস দত্তকে। এই খবর জানতে পেরে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ছড়ায়।
আর তা মেনে নিতে পারেনি টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা। তারা শিক্ষক বদলির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ছাত্রছাত্রীদের এদিন সকাল থেকে স্কুলের সামনে সড়ক অবরোধ করে বদলি রদের দাবি জানাতে থাকে। পড়ুয়াদের দাবি এই শিক্ষক খুব ভালো। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন। এদিকে অবরোধ চলাকালীন কোন বিষয় নিয়ে কতিপয় পড়ুয়ারা নিজেদের মধ্যে ঝামেলায় পড়েন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় ইরানি থানার বিশাল পুলিশ ও টি এস আর। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে প্রশাসনকে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর থেকে পর্যালোচনা করে কি ব্যবস্থা নেওয়া হয়।