স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মে : বাড়ছে তাপমাত্রা। তীব্র গরমে অস্বস্তিকর অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় পানীয় জল সমস্যা। উৎস থাকলেও মিলছে না পানীয় জল। বাধ্য হয়ে প্রমিলা বাহিনী পথ অবরোধ করলেন। তবে আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। ঘটনা কদমতলা থানাধিন সরসপুর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের আমটিলা এলাকায়। জানা গেছে এই এলাকায় পানীয় জলের উৎস রয়েছে।
অভিযোগ উৎস থাকার পরেও ঠিকমতো এলাকার লোকজনের জল সমস্যায় ভুগতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ কদমতলা বাজার, থানা রোড এলাকায় জল মিললেও তাদের জল মিলছে না কয়েকদিন ধরে ।পানীয় জল না পাওয়ায় সমস্যায় তারা। তাদের অভিযোগ পঞ্চায়েত সদস্য- প্রধাঙ্কে জানানো হলেও কিছুই হয়নি।
অবশেষে বাধ্য হয়ে এলাকার মহিলারা কলসি নিয়ে বাঁশ ফেলে বয়েজ হোস্টেল রোড এলাকায় রাস্তা অবরোধ করেন। সকাল থেকেই চলে মহিলাদের অবরোধ। মহিলারা জানান, এর আগেও পথ অবরোধ করার ফলে জল মিলেছিল। ফের বন্ধ হয়ে যায় জল। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিস। কিন্তু পথ অবরোধ তুলতে পারেননি। পঞ্চায়েত প্রধান এসে জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেন এবং দপ্তরের সঙ্গেও কথা বলেন। অবশেষে প্রমীলা বাহিনী পথ অবরোধ মুক্ত করেন।