স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : সারাদেশের সাথে রাজ্যেও সোমবার থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ পক্রিয়া। রাজ্যের বিভিন্ন স্থানেও এই টিকা দেওয়া শুরু হয়। রাজ্যে ২ লক্ষ ১৩ হাজার ১৫ থেকে ১৮ বয়সি ছেলে মেয়েদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পশ্চিম জেলায় টিকাকরণ কেন্দ্র রয়েছে ১৮৭ টি।
এছাড়াও স্কুলে স্কুলে গিয়ে টিকা দেওয়া হয় ছাত্র ছাত্রীদের। এদিন নড়সিংগড় পি এইচ সি-র অন্তর্গত অঙ্গনওয়াড়ি ট্রেনিং সেন্টারে আই ভি এইচ বালক ও বালিকা সহ ষ্টেট ফাউন্ডলিঙ্ক হোমে- সূচনা হয় পশ্চিম ত্রিপুরা জেলার ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাক্সিনেশন প্রদান। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিষ দাস, জেলা ইমিউনাইজেশন আধিকারিক সহ অন্যান্যরা। পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিষ দাস জানান ১৮৭ টি স্কুলে এই টিকা দেওয়া হচ্ছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে পশ্চিম জেলার সমস্ত স্কুল গুলির ছাত্র ছাত্রীদের টিকাকরণ সম্পন্ন করা হবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মোট ২৩৬ টি স্কুলে এই টিকাকরণ করা হবে। স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকেরা এই কাজের তত্বাবধানে থাকবে। এছাড়া মোবাইল টিম রয়েছে। তারা সমস্ত স্কুলে ঘুরে কোন সমস্যা হলে তা নিরসন করবে বলে জানান পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিষ দাস। টিকাকরণের প্রথম দিন ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়।