স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : অবিলম্বে বর্ধিত প্রি -পেড চার্জ প্রত্যাহার করা, অত্যাবশ্যকীয় পরিষেবা টেলিকম ক্ষেত্রকে বেসরকারিকরণ করা বন্ধ করা, বিএসএনএল পুনর্জীবিত করা সহ একাধিক দাবিতে সোমবার অল ইন্ডিয়া ডোমেক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য কমিটির পক্ষ থেকে বটতলা এলাকায় বিক্ষোভ দেখায়।
এদিন বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য কমিটির সভাপতি ভবতোষ দে। তিনি বলেন, মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় পরিষেবা। সরকারি পরিষেবার প্রায় প্রতিটি ক্ষেত্রেই মোবাইল ফোনের সাথে যুক্ত। এবং দীর্ঘদিন লকডাউনে ফলে মোবাইলের ডাটা ব্যবহার পরিমাণের সংখ্যা শতাধিক ভাবে বেড়ে গেছে।
আর এই মুহূর্তে দেশের বেসরকারি টেলিকম সংস্থা মোবাইলে চার্জ এবং ডাটা প্যাকের মূল্য ২০-২৫ শতাংশ বৃদ্ধি করেছে। এবং সাথে ঘোষনা করেছে আগামী দিনে আরো বৃদ্ধি করা হবে। ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ছাত্র যুবক ও বেকার যুবক যুবতীরা গভীর সংকটের সম্মুখীন হচ্ছে। টি আর এ আই সম্পূর্ণ রূপে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই পরিস্থিতিতে দেশের যুবসমাজকে সাথে রাজ্যের যুবক-যুবতীদের আহ্বান করা হচ্ছে যাতে প্রতিবাদ আন্দোলনে এগিয়ে আসে। পাশাপাশি টি আর এ আই সংস্থা যাতে টেলিকমের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে তার জন্য দাবি জানানো হয়। সরকারের সাথে যুব স্বার্থবিরোধী পদক্ষেপে বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় এ আই ডি ওয়াই ও।