Sunday, March 16, 2025
বাড়িরাজ্যপ্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : গত ২১ এপ্রিল ঝড় ও শিলা বৃষ্টিতে খোয়াই মহকুমার বিস্তীর্ণ এলাকার বাড়ি ঘড় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। নষ্ট হয় জমির ফসল। এই অবস্থায় রবিবার কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ খোয়াই মহকুমার আশারাম বাড়ি, বেহালা বাড়ি, পশ্চিম চাম্পাছড়া, পূর্ব বাচাইবাড়ি সহ বেশ কিছু এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।

 পরিদর্শন কালে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সদস্যদের সাথে কথা বলেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে আর্থিক সহায়তার জন্য রাজ্য প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন  জানান। তিনি রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাছে আহ্বান জানান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করার জন্য। আর্থিক সহযোগিতা পেতে এলাকাবাসীর কোন অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য জেলা শাসক ও মহকুমা শাসকের উদ্দেশ্যে আহ্বান জানান। গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও অবগত করেন। শিলা বৃষ্টিতে এই সমস্ত এলাকার বসত বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। তবে এডিসি প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে আওয়াজ তুললেন না বিরোধী দলনেতা। কারণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পক্ষ থেকে রাজ্য সরকার এবং এডিসি – তে ক্ষমতায় থাকা তিপ্রা মথার কাছে সহযোগিতার দাবি তুলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য