Saturday, July 27, 2024
বাড়িরাজ্যআর এস এস হিটলারের সংস্করণ : জিতেন্দ্র

আর এস এস হিটলারের সংস্করণ : জিতেন্দ্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : আর এস এস পরিচালিত ভারতীয় জনতা পার্টি দেশের সব মানুষের শত্রু। তাদের হাতে ভারতের সংবিধান শুধু নিরাপদ নয় বললে ভুল হবে। এই নেতৃত্বাধীন সরকারের জন্য সংবিধান অচল। মানুষকে সুরক্ষা করার জন্য সংবিধানে যে ব্যবস্থা রাখা হয়েছিল সবগুলি আজ অচল। এই অবস্থা থেকে বের হয়ে আসতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান সিপিআইএমের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রবিবার রাজধানীর মেলার মাঠ স্থিত আম্বেদকর ভবনে ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে এই সংবিধান রচনার সময় দেশবাসীর অধিকার প্রতিষ্ঠিত করা এবং সামাজিক ন্যায়ের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আজকে এই সংবিধান আক্রান্ত।

 তিনি আরএসএসের আরো সমালোচনা করে বলেন, যখন ভারতের জাতীয় পতাকায় গৃহীত হয়েছিল তখন বিরোধিতা করেছিল আর এস এস। তারা চেয়েছিল ভারতে জাতীয় পতাকা গেরুয়া রঙের করার জন্য। আর আজকের দিনে দাঁড়িয়ে তারাই বলছে তারা রাষ্ট্রবাদী। এবং তারা নাকি এই দেশের জন্য ভাবছে। দাবি করছে ভারতবর্ষে ৭০ বছরের কিছুই হয়নি। যা হচ্ছে তাদের সরকারের আমলে হচ্ছে। পাশাপাশি এদিন হিটলারের সময়ের সাথে তুলনা করে শ্রী চৌধুরী কটাক্ষ করে বলেন হিটলারের যেমন চিহ্ন ছিল স্বস্তিকা, তেমনি আরএসএস -এর চিহ্ন স্বস্তিকা। আরো মিল রয়েছে, সেটা হলো জার্মানিতে যেমন হিটলারের জামানাকে রাষ্ট্রবাদ, রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদ বলা হয় তেমনি ভারতীয় জনতা পার্টিকে বর্তমানে রাষ্ট্রবাদী বলা হচ্ছে। সুতরাং মনে হচ্ছে যেন আরএসএস হিটলারের সংস্করণ বলে জানান তিনি। আয়োজিত সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ব। সকলে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য