Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যআরক্ষা প্রশাসনের শীর্ষস্থরের বড়সড় রদবদল

আরক্ষা প্রশাসনের শীর্ষস্থরের বড়সড় রদবদল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : রাজ্য পুলিশের বড়সড় রদবদল হয় শনিবার। রদবদল হয়েছেন খোয়াই জেলা, উত্তর জেলা, ধলাই জেলা এবং পশ্চিম জেলার পুলিশ সুপার সহ বহু বিভাগের পুলিশ অধিকারিক। পশ্চিম জেলার নতুন পুলিশ সুপার হয়ে আসছেন ড. কিরণ কুমার কে। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আবারো করা হয় ভানুপদ চক্রবর্তীকে।পশ্চিমের শঙ্কর দেবনাথ পুলিশ সদর কার্যালয়ের এআইজিপি’র দায়িত্ব দেওয়া হয়েছে। অবিনাশ রায়কে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেকে ধলাই জেলার পুলিশ সুপার করা হয়েছে।

 রমেশ চন্দ্র যাদবকে ধলাই জেলার পুলিশ সুপার থেকে খোয়াই জেলার পুলিশ সুপার করা হয়েছে। মানিক দাসকে টি এস আর -এর প্রথম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট থেকে ট্রাফিকের এসপি করা হয়েছে। ক্রাইম এন্ড ইন্টেলিজেন্সের আইজিপি জি এস রাও -কে টিএসআরের আইজিপি করা হয়েছে। সৌমিত্র ধরকে টিএসআরের আইজিপি থেকে আইনশৃঙ্খলা বিভাগের আইজিপি করা হয়েছে। এল ডারলং -কে আইনশৃঙ্খলা বিভাগের আইজিপি থেকে ক্রাইম ব্রাঞ্চের আইজিপি করা হয়েছে। নমিত পাঠককে সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক থেকে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। এদিন সব মিলিয়ে ১৬ জন আইপিএস এবং টিপিএস অফিসারের রদ বদল হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দেড় মাস পর আরক্ষা প্রশাসনের শীর্ষস্তরে এটি বড়সড়ো রদ বদল বলা চলে। আইনশৃঙ্খলা নিয়ে যাতে কোন ধরনের অভিযোগ না থাকে তার জন্য এই রদবদলের তালিকায় বিশেষ নজর দেওয়া হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছেন রাজ্য সরকারের অবর সচিব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য