Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যচাকরির জন্য ১৯ লক্ষাধিক টাকা খোয়ালেন চার যুবক

চাকরির জন্য ১৯ লক্ষাধিক টাকা খোয়ালেন চার যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ১৯ লক্ষাধিক টাকা খোয়ালেন চার যুবক। পরিবর্তে চার যুবকের মিলল না কানাডায় চাকরি। অসহায় অবস্থায় তারা প্রতারকের বিরুদ্ধে পশ্চিম জেলা ও দায়রা আদালতে অভিযোগ দাখিল করলেন। তাদের অভিযোগ, কানাডায় মাসে সাড়ে তিন লাখ টাকার চাকরির প্রলোভন দেখিয়ে পাঁচজন যুবকের কাছ থেকে ১৯ লক্ষ টাকা রীতিমতো লুট করে নিল চন্ডিগড়ের এক প্রতারক।

অভিযোগ চন্ডিগড়ের ‘গ্লোবাল ইমিগ্রেশন সার্ভিসেস’ নামক একটি কোম্পানির কর্ণধার গুরুজিৎ সিংহের বিরুদ্ধে। পশ্চিম জেলা ও দায়রা আদালতে অভিযোগ দাখিল করলেন ক্ষতিগ্রস্ত যুবকরা। যুবকরা হলেন চন্দন দাস অন্তর দাস সান্তু দাস, রতন দাস, পরিমল দাস। তারা সকলে আগরতলার বাসিন্দা। তাদের আরো অভিযোগ প্রতারক গুরুজিৎ সিং দাবি করেছিল  জন প্রতি চার লাখ টাকা দেওয়া হলে কানাডা যাওয়ার ভিসা প্রদান করা হবে। কিন্তু অভিযোগ মোট ১৯ লক্ষ টাকা দেওয়ার পর গত দেড় মাস ধরে গুরুজিত সিংহ কোন প্রকার যোগাযোগই রাখছে না। সে ফোন তুলছে না। এ ব্যাপারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে লিখিতভাবে অভিযোগ করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং আইটি এক্টে অনুসারে মামলা করা হয়। মামলার নাম্বার সি আর এম আই এস সি ৩১/ ২০২৩। ক্ষতিগ্রস্তদের পক্ষে মামলাটির পরিচালনা করছেন আইনজীবী দেবাশীষ দত্ত। ক্ষতিগ্রস্ত সমস্ত যুবকরা সেলসম্যান এবং অটো চালক। এখন সর্বস্বান্ত চার যুবক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য