Monday, March 17, 2025
বাড়িরাজ্যরক্তাক্ত যুব মোর্চার সভাপতি, উত্তেজনা কৈলাসহরে

রক্তাক্ত যুব মোর্চার সভাপতি, উত্তেজনা কৈলাসহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : বিজেপির ঊনকোটি জেলার যুব মোর্চার সভাপতিকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই করল শাসক দলেরই আশ্রিত দুর্বৃত্তরা বলে অভিযোগ। এ ঘটনা শনিবার রাতে কৈলাসহর কাতল দিঘির পাড় এলাকায়। এদিন গৌরনগর আর.ডি ব্লকের অধীন টিলাবাজার থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন ঊনকোটি জেলার বিজেপি দলের যুব মোর্চার সভাপতি অরুপ ধর সহ আরও এক কর্মী।

 শনিবার রাত সাড়ে দশটা নাগাদ কৈলাশহর শহরে আসার পথে কাতল দিঘির পার এলাকায় দুস্কৃতিরা হামলা চালায় বলে তার অভিযোগ। দলীয় সূত্রে জানা যায়, ঠিকাদারি কাজ নিয়ে শাসক দল দুই ভাগে বিভক্ত। কংগ্রেস এবং সি পি আই এম থেকে আসা নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারনেই যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ ধর মারধর করা হয়েছে দলীয় সূত্রে খবর। ঘটনার বিবরণে জানা যায় যে, গতকাল শনিবার রাত ১১ টা নাগাদ অরূপ ধর ও তার এক সহকর্মী বাইক নিয়ে টিলাবাজার থেকে কৈলাসহর শহরে আসার সময় কাতল দিঘির পাড় এলাকায় আসতেই ৫ থেকে ৬ জন দুষ্কৃতী বাইক আটকে মারধর শুরু করেছে। এতে অরূপ ধর গুরুতর আহত হন। পরবর্তী সময়ে তাকে ড্রেইনের কাছে ফেলে দুষ্কৃতীরা তার কাছ থেকে স্বর্ণের চেইন, আংটি  নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পরবর্তী সময়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। আহত যুব মোর্চার সভাপতি জানান যারা তাকে মারধর করেছে তাদের মধ্যে কয়েকজনকে তিনি সনাক্ত করতে পেরেছেন। তারা হল শিবাজী, বিশাল, জীবন মালাকার সহ তাদের সাঙ্গোপাঙ্গরা। পরবর্তী সময় এলাকায় উত্তেজিত হয়ে পড়ে দলীয় কর্মীরা। আধ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতার করার জন্য দাবি জানান। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য